ব্যক্তি জীবন এবং কর্মজীবনকে সমৃদ্ধ করার শিক্ষা দেয় গীতা, এমনই মনে করেন ইআইআইএলএম চেয়ারম্যান এবং ডিরেক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
বুধবার ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাঁর লেখা ‘গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার, ভারতে আর্জেন্টিনা দূতাবাসের উপপ্রধান আন্দ্রে সেবাশ্চিয়ান রোজা, ছিলেন বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে, সম্মানীয় সাধারণ সচিব ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
এ দিন অনুষ্ঠানে বইয়ের মূল বিষয়বস্তুই সকলের সামনে তুলে ধরেন রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। বলেন, “গীতার দর্শন অবিনশ্বর। যে বোধের কথা গীতায় বলা হয়েছে, তা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য।” তিনি জানান, আধুনিক ব্যক্তি এবং কর্মজীবনকে কী ভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে কথা বলা আছে গীতার বিভিন্ন পংক্তিতে। কর্মক্ষেত্রে কী ভাবে বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায়, নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা পালন করা যায়, তারও হদিস মেলে।
তিনি জানান, বর্তমানে জীবনে কাজ বা ব্যক্তি জীবন ঘিরে যে মানসিক চাপের সম্মুখীন সকলে, তারও সুরাহা রয়েছে গীতায়। যে কোনও কাজের ক্ষেত্রে মনের একটা বড় ভূমিকা রয়েছে। সে জন্য ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিষ্কাম কর্ম করে যাওয়া প্রয়োজন। জরুরি ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে জীবনের মূল উদ্দেশ্য খুঁজে বের করা। তা হলেই হতাশার হাতছানি গ্রাস করবে না তাঁদের। সাফল্যের খোঁজ পাওয়া সম্ভব। তাঁর আশা, শুধু পেশাদাররা নন, এই বই পড়ে উপকৃত হবেন পড়ুয়ারাও।