পড়ুয়াদের গবেষণার কাজ শেখানোর জন্য বিশেষ কর্মশালার আয়োজন করে থাকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে প্রশিক্ষণমূলক কর্মসূচিতে স্নাতক থেকে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা যোগ দিতে পারবেন। সেই সমস্ত কর্মসূচি কোথায় কবে হতে চলেছে, তার সন্ধান রইল।
রাশিবিজ্ঞান নিয়ে চর্চা:
নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি-র তরফে রাশিবিজ্ঞান নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালায় উপস্থিত থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতার বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে।
- কবে— ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
- কত দিন চলবে— সাত দিন।
- কারা আবেদন করতে পারবেন— রাশিবিজ্ঞানের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, গবেষক, রিসার্চ স্কলার, শিক্ষক এবং অধ্যাপকরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ১৫ অক্টোবর।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জলবায়ু পরিবর্তন এবং অরণ্য রক্ষণাবেক্ষণ:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরুর তরফে জলবায়ু পরিবর্তন এবং অরণ্য রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। অরণ্যের পরিবেশ সংরক্ষণের বিষয়টিও শেখাবেন বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— আইআইএসসি, বেঙ্গালুরুতে।
- কবে— ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
- কত দিন চলবে— ১৪ দিন।
- কারা আবেদন করতে পারবেন— ভূগোল, অর্থনীতি, ফরেস্ট্রি, সোশিওলজি, ইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক পলিসি নিয়ে পাঠরত কিংবা গবেষণারত পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ২৪ অক্টোবর।
গবেষণা নিয়ে আলোচনা:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তরফে গবেষণার খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট কর্মশালায় প্রযুক্তির ব্যবহার করে কাজের কৌশল নিয়েও চলবে চর্চা।
- কোথায় হবে— বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ১৫ অক্টোবর।
- কত দিন চলবে— একদিন।
- কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া, শিক্ষক, অধ্যাপকেরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ১৪ অক্টোবর।
বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতা:
বৃক্ষরোপণের হাত ধরে উন্নয়ন কী ভাবে হতে পারে, তা নিয়ে চর্চা করবে সিকিম বিশ্ববিদ্যালয়। চর্চার সঙ্গে হাতেকলমে কাজ শেখানোর কর্মশালাও চলবে। ক্লাস করাবেন কেরলের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ়।
- কোথায় হবে— গুয়াহাটিতে।
- কবে— ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
- কত দিন চলবে— সাত দিন।
- কারা আবেদন করতে পারবেন— সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স বিষয়ে গবেষণা করছেন, কিংবা অধ্যাপনা করছেন।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ২২ অক্টোবর।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মুশকিল আসান আসনে:
যোগাসন শেখাতে বিশেষ কোর্সের ব্যবস্থা করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। স্বল্প মেয়াদি ওই কোর্সের মাধ্যমে যোগাসনের উপকারিতা, তার ইতিহাস সম্পর্কে শেখাবেন বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
- কত দিন চলবে— ১২ দিন।
- কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া, চাকরিজীবী।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ১ নভেম্বর।