প্রাথমিকের পর এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও স্থগিত করা হয়েছে সাধারণ বা জেনারেল বদলি। আরও ছ’মাস এই বদলি প্রক্রিয়া বন্ধ রাখার কথা জানিয়েছে শিক্ষা দফতর।
স্কুল সার্ভিস কমিশন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ করছে। এ ছাড়াও গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সে জন্য আগামী ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। তবে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ বদলি আপাতত স্থগিত রাখা হলেও প্রয়োজনে পারস্পরিক বদলি (মিউচুয়াল ট্রান্সফার) করা যাবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কিছুদিন আগে শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলি ৩০ জুন পর্যন্ত জুন পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এ ভাবে দিনের পর দিন পোর্টাল বন্ধ রাখার কোনও অর্থ আমরা খুঁজে পাচ্ছি না। যাঁরা উৎসশ্রী পোর্টালে আবেদন করে রেখেছিলেন তাঁদের বদলি আপাতত অনুমোদন করা উচিত ছিল।”
শিক্ষক সংগঠনগুলি আপোস বদলি নিয়েও প্রশ্ন তুলছেন। তাঁদের দাবি, পোর্টাল চালু রয়েছে অথচ, আপোস বদলির প্রক্রিয়া বন্ধ রয়েছে। এতে সমস্যায় পড়ছেন তাঁরা। অবিলম্বে বদলি প্রক্রিয়া চালু করার দাবি করেছেন শিক্ষকদের একাংশ।
শিক্ষক-শিক্ষিকাদের মিউচুয়্যাল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার, এবং মেডিক্যাল গ্রাউন্ড ট্রান্সফার-এর যাবতীয় কাজ হয় উৎসশ্রী পোর্টাল-এর মাধ্যমে। তবে, এই পোর্টাল ২০২২ থেকে বন্ধ রয়েছে সাধারণ বদলির ক্ষেত্রে শূন্য আসনের তালিকা নিয়ে নানা জটিলতার কারণে। তা আরও ছ’মাস বন্ধ করে রাখারা সিদ্ধান্ত হয়েছে।