মাধ্যমিক উত্তীর্ণদের জন্য একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)। চলতি শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের তরফে কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
জিকেসিআইইটি-র তরফে বর্তমানে ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কোর্সগুলির মেয়াদ তিন বছর। প্রতিষ্ঠান থেকে যে বিষয়গুলি পড়ার সুযোগ রয়েছে, সেগুলি হল— সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্সগুলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) স্বীকৃত। বিভিন্ন বিষয়ে রাজ্য এবং রাজ্যের বাইরের পড়ুয়াদের জন্য মোট আসন সংখ্যার পরিমাণ ৬০।
আরও পড়ুন:
কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন মাধ্যমিক উত্তীর্ণেরা। আবেদনকারীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি।
আবেদনের জন্য আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকা। আগামী ১৮ জুলাই আবেদনের শেষ দিন।