সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মীদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য। একসঙ্গে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকাকে পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে।
শুক্রবার এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ২০১৬-র শিক্ষক নিয়োগে যাঁরা সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন, তাঁদের বেশির ভাগই এসেছিলেন এই তিন দফতর থেকে। আবার অনেকে স্কুল শিক্ষকতা চাকরি ছেড়ে সুবিধাজনক পোস্টিংয়ের আশায় শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন সে বছর।
এই তালিকায় রয়েছেন তাঁরাও। পুরনো চাকরিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাঁদেরও।
আরও পড়ুন:
তবে এই তালিকায় সব থেকে বেশি নাম রয়েছে প্রাথমিক শিক্ষকদের। জানা গিয়েছে, নির্দিষ্ট তালিকা দফতরে পৌঁছনোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকেই নিয়োগপত্র দিতে শুরু করবেন।
এ দিকে, আদালতের নির্দেশ মতো নতুন করে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর। তার আগেই পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
এর আগেই ২০ জনকে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছিল নবান্ন। এই ২০ জন মূলত স্বরাষ্ট্র দফতর, বিদ্যুৎ দফতর, বিপর্যয় মোকাবিলা দফতরের চাকরি ছেড়ে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।