রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। আবার, জাতীয় কর্মশালা, সেমিনারও হয়ে নানা নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল তিনটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, দু’টি বিশ্ববিদ্যালয়ের দু’টি কর্মশালার সুলুকসন্ধান।
১। ‘মেটিরিয়াল আর্টস— অ্যা ওয়ে অফ লাইফ’—
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে স্বল্প মেয়াদি এই কোর্সটির আয়োজন করা হয়েছে। ‘স্কিল ডেভেলপমেন্ট’ কোর্স এটি।
কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।
কবে— ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু।
কত দিন চলবে— তিন মাস।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আসন সংখ্যা— ৫০।
কোর্সমূল্য— ৬০০ টাকা।
আবেদন কী ভাবে— অনলাইনে।
২। ‘জ়িরো লিকুইড ডিসচার্জ টেকনোলজিস’—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এই সার্টিফিকেট কোর্সটি পড়ানো হবে। বর্জ্য জল ব্যবস্থাপনা-সহ নানা বিষয়ে আলোকপাত করা হবে এই কোর্সের মধ্যে দিয়ে।
কবে— ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু।
কত দিন চলবে— আট মাস।
কারা আবেদন করতে পারবেন— সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে।
আসন সংখ্যা— ১০টি।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ৩০ ডিসেম্বর ২০২৫।
৩। ইংরেজিতে কথোপকথন শেখার সুযোগ—
কমিউনিকেটিভ ইংরেজি পড়ার সুযোগ রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এটিও একটি স্বল্প মেয়াদি কোর্স।
কবে— ৭ ডিসেম্বর ২০০৬ থেকে শুরু।
কত দিন চলবে— তিন মাস।
কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণ।
আসন সংখ্যা— ৫০।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ২৯ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুন:
৪। বায়োইনফরমেটিক্সে অগ্রগতি: এনজিএস ডেটা বিশ্লেষণ এবং কম্পিউটেশনাল প্রোগ্রামিংয়ে প্রয়োগ—
এই বিষয়ের উপর কর্মশালার আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। শুধু কর্মশালাই নয়, প্রশিক্ষণেরও সুযোগ মিলবে। ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অ্যানাটমি বিভাগের তরফে আয়োজিত হয়েছে।
কবে— ৮ এবং ১০ ডিসেম্বর।
কত দিন চলবে— দু’দিন ব্যাপী।
আসন সংখ্যা— ৩০টি।
কারা আবেদন করতে পারবেন— শিক্ষার্থী, গবেষক।
আবেদন কী ভাবে— অনলাইনে।
৫। ভারতের গ্রামীণ পর্যটন: আন্তঃবিষয়ক গবেষণা এবং নীতিগত প্রভাব—
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর জাতীয় স্তরে সেমিনারের আয়োজন করা হয়েছে।
কবে— ২০ এবং ২১ জানুয়ারি ২০২৬।
কত দিন চলবে— দু’দিন ব্যাপী।
কারা আবেদন করতে পারবেন— শিক্ষার্থী, গবেষক।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ২০ ডিসেম্বর ২০২৫।