Advertisement
E-Paper

সরকারি স্কুলে পড়তে চাইছে দেশের অর্ধেক পড়ুয়া! এ প্রবণতার নেপথ্য কারণ কী? ইঙ্গিত সমীক্ষা রিপোর্টে

২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের হিসাব বলছে সারা দেশে প্রায় ৫৫.৯ শতাংশ পড়ুয়াই সরকারি স্কুলে ভর্তি হয়েছে। এই প্রবণতা গ্রামাঞ্চলেই বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৫:২৯
Parents are relying on government schools from pre-primary to higher secondary levels.

প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি স্কুলের উপরই ভরসা রাখছেন অভিভাবকেরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিক্ষায় বেসরকারিকরণ নিয়ে বিস্তর আলোচনা চলছে গত কয়েক বছর ধরে। কিন্তু সারা দেশে চিত্রটা এখনও তেমন বদলায়নি। এখনও প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি স্কুলের উপরই ভরসা রাখছেন অভিভাবকেরা। সমীক্ষা রিপোর্ট দিচ্ছে তেমনই ইঙ্গিত। আর তার প্রধান কারণ হিসাবে উঠে আসছে আর্থিক সঙ্গতির প্রসঙ্গ।

২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের হিসাব বলছে সারা দেশে প্রায় ৫৫.৯ শতাংশ পড়ুয়াই সরকারি স্কুলে ভর্তি হয়েছে। এই প্রবণতা গ্রামাঞ্চলেই বেশি। শহরাঞ্চলের ৩০ শতাংশ পড়ুয়া বেসরকারির বদলের সরকারি স্কুলকে বেছে নিয়েছে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের তরফে প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্টে এই তথ্যই মিলেছে।

মোট ৫৭,৭৪২ জন পড়ুয়ার উপর সমীক্ষা চালানো হয়েছিল। ন্যাশনাল স্যাম্পল সার্ভে (এনএসএস)-এর ৮০তম পর্বে ‘কম্প্রিহেন্সিভ মডিউলার সার্ভে’ (সিএমএস) কাজ করেছে প্রাক্ প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নিয়ে। রিপোর্ট বলছে, শহরাঞ্চলের ৩০ শতাংশ পড়ুয়াকে সরকারি স্কুলে ভর্তি করানো হয়েছে, ১৭.৬ শতাংশ পড়ুয়া বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এবং ৫১.৪ শতাংশ পড়ুয়া বেসরকারি স্কুলে (সাহায্যবিহীন) ভর্তি হয়েছে।

According to the survey report, most students are interested in enrolling in government schools, keeping in mind financial stability.

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই বেশির ভাগ পড়ুয়া সরকারি স্কুলে ভর্তি হতে আগ্রহী। — ফাইল চিত্র।

গ্রামাঞ্চলে এই চিত্রটা বেশ আলাদা। সেখানে প্রায় ৬৬ শতাংশ পড়ুয়াই সরকারি স্কুলে ভর্তি হচ্ছে। মাত্রা ৮.৯ শতাংশ পড়ুয়া বেসরকারি স্কুল (সাহায্য প্রাপ্ত) এবং ২৪.৩ শতাংশ পড়ুয়া বেসরকারি স্কুলে (সাহায্যবিহীন) ভর্তি হচ্ছে।

এই হিসাবের নেপথ্যে একটি বড় কারণ হিসাবে উঠে আসছে পড়াশোনার খরচ। সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে। সরকারি স্কুলে এক জন পড়ুয়ার জন্য বছরে গড়ে ২,৬৩৯ টাকা থেকে ৪,১২৮ টাকা খরচ হয়। সেখানে বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে পড়ুয়াপিছু বার্ষিক খরচ ১১ হাজার ২০৯ টাকা থেকে শুরু ৩৫ হাজার ৭৫৮ টাকা পর্যন্ত হতে পারে। আবার এই খরচের ক্ষেত্রেও গ্রাম ও শহরে ফারাক রয়েছে। গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে যেখানে পড়ুয়াপিছু বার্ষিক খরচ ৮ হাজার ৩৮২টাকা, সেখানে শহরে ওই খরচ ২৩ হাজার ৪৭০ টাকা। স্বাভাবিক ভাবে কম আয়ের পরিবারগুলি তাদের সন্তানদের পঠনপাঠনের ক্ষেত্রে সরকারি স্কুলেই ভরসা রাখছে।

হিসাব বলছে, বেশির ভাগ সরকারি স্কুলে কোনও কোর্স ফি দিতে হয় না। শহরাঞ্চলে সরকারি স্কুলের পড়ুয়াদের মধ্যে মাত্র ২৬.৭ শতাংশ পড়ুয়াকে কোর্স ফি দিতে হয়। কিন্তু বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ৯১.৬ শতাংশ থেকে ৯৮.২ শতাংশ পড়ুয়াকে কোর্স ফি দিয়ে পড়াশোনা করতে হয়। যদিও কোন রাজ্যের কেমন চিত্র তা এই সমীক্ষায় স্পষ্ট করা হয়নি।

Government Schools Education Sector
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy