কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ রয়েছে। সম্প্রতি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে এই কোর্সে। মোট আসন সংখ্যা ৭৫টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ধার্য করা আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।