Advertisement
E-Paper

লিঙ্গ সচেতনতার জন্য জেন্ডার স্টাডিজে স্নাতক কোর্স চালু ইগনুর, জানুন বিশদ

ইগনু-র ‘স্কুল অব জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের তরফ থেকে ‘জেন্ডার স্টাডিজ’ বিষয়ে চালু হচ্ছে বিএ কোর্স।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ চালু হচ্ছে নতুন একটি বিষয়ে বিএ (ব্যাচলর অব আর্টস) কোর্স। ইগনু-র ‘স্কুল অব জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের তরফ থেকে ‘জেন্ডার স্টাডিজ’ বিষয়ে শুরু হচ্ছে বিএ কোর্স। যে সমস্ত শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে চান, তাঁরা ইগনু-র ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে পারবেন।

জেন্ডার স্টাডিজ ৩ বছরের ব্যাচেলর কোর্স। দূর শিক্ষা (ওপেন ডিস্ট্যান্স লার্নিং)-র মাধ্যমে পড়তে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। বছরে ৪ হাজার টাকা কোর্স মূল্য।

কোর্সে ভর্তির জন্য প্রথমে ইগনু-র ignouadmission.samarth.edu.in এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকে ‘নিউ রেজিস্ট্রেশন’ লেখা লিঙ্কে যেতে হবে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ভর্তির আবেদনপত্র পূরণ করতে হবে।

কোর্স ফি জমা করতে হবে।

সব শেষে আবেদনপত্র জমা করে, পরবর্তী প্রয়োজনের জন্য তার একটি প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।

এই কোর্সটি চালু করার বিষয়ে ইগনু-র ভাইস-চ্যান্সেলর নাগেশ্বর রাও জানিয়েছেন, ২০২০-এর জাতীয় শিক্ষা নীতির নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের সামগ্রিক বৃদ্ধির জন্য এই ধরনের কোর্সের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।

Gender Studies IGNOU Course Subject BA Institutes Open University Ex Students Student Vacancy Teacher study
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy