Advertisement
১৮ এপ্রিল ২০২৪
IGNOU

ইগনুতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি

প্রার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৮ এবং পরবর্তী সংশোধিত বিধিতে নির্ধারিত অথবা এনসিটিই, এমসিআই-সহ অন্যান্য বিধিবদ্ধ সংস্থার দ্বারা নির্ধারিত যোগ্যতামান মেনেই নিয়োগ করা হবে।

ইগনু।

ইগনু। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:২৩
Share: Save:

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-http://www.ignou.ac.in/-এ গিয়ে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলি জানানো হয়েছে, সেগুলি হল--

পদ: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

স্কুল: হিউম্যানিটিজ, বিজ্ঞান, শিক্ষা, কন্টিনিউইং এডুকেশন, ম্যানেজমেন্ট, স্বাস্থ্যবিজ্ঞান, কম্পিউটার ও তথ্য বিজ্ঞান, এগ্রিকালচার, পর্যটন ও হসপিট্যালিটি সার্ভিস , ইন্টারডিসিপ্লিনারি ও ট্রান্সডিসিপ্লিনারি স্টাডিজ, বিদেশি ভাষা, ট্রান্সলেশন স্টাডিজ ও ট্রেনিং।

বেতন কাঠামো:

১. প্রফেসর পদে প্রার্থীদের মাসিক বেতন হবে ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা।

২. অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রার্থীদের মাসিক বেতন হবে ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা।

৩. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থীদের মাসিক বেতন হবে ,৭০০-১,৮২,৪০০ টাকা।

বিভাগ ও শূন্যপদ:

১. ইংরেজি : ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

২. উর্দু : ১ জন প্রফেসর এবং ২ জন অ্যাসোসিয়েট প্রফেসর

৩. অ্যানথ্রোপোলজি: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

৪. ইতিহাস: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

৫. সাইকোলজি: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

৬. জনপ্রশাসন: ১ জন প্রফেসর

৭. সমাজবিদ্যা: ১ জন প্রফেসর

৮. রাষ্ট্রবিজ্ঞান: ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

৯. লাইব্রেরি সায়েন্স: ১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

১০. বায়ো কেমিস্ট্রি: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

১১. রসায়ন: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

১২. অঙ্ক: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

১৩. স্ট্যাটিস্টিক্স: ১ জন প্রফেসর

১৪. জিওলোজি: ১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

১৫. জীবন বিজ্ঞান: ২জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

১৬. শিক্ষা: ১ জন প্রফেসর এবং ১ জন অ্যাসোসিয়েট প্রফেসর

এ ছাড়াও, শিশুবিকাশ, হোম সায়েন্স, পুষ্টিবিজ্ঞান, গ্রামীণ উন্নয়ন, বাণিজ্য, ম্যানেজমেন্ট, স্বাস্থ্য বিজ্ঞান, নার্সিং, কম্পিউটার ও তথ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, পর্যটন ও হসপিট্যালিটি, পরিবেশবিদ্যা, ইন্টারডিসিপ্লিনারি ও ট্রান্সডিসিপ্লিনারি স্টাডিজ, বিদেশি ভাষা এবং অনুবাদ শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগেও প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বেশ কিছু শূন্যপদের ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যোগ্যতামান: প্রার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৮ এবং পরবর্তী সংশোধিত বিধিতে নির্ধারিত অথবা এনসিটিই, এমসিআই-সহ অন্যান্য বিধিবদ্ধ সংস্থার দ্বারা নির্ধারিত যোগ্যতামান মেনেই নিয়োগ করা হবে।

বাছাই প্রক্রিয়া: আবেদন জমা দেওয়ার পর তা বাছাই কমিটির দ্বারা যাচাইয়ের পর প্রার্থীদের নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ থেকেই নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনেই এই পদে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদন জানানোর শেষ দিন ৩১ জানুয়ারি। এ ছাড়া, আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠানোর শেষ দিন ১০ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের অধিকর্তার উদ্দেশ্যে যে ঠিকানায় প্রার্থীদের নথি পাঠাতে হবে, তা হল-অ্যাকাডেমিক কোঅর্ডিনেশন ডিভিশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ময়দান গঢ়ি, নয়া দিল্লি-১১০০৬৮।এ ছাড়া, আবেদন জানানোর জন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ignou.ac.in/-এ যেতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE