একটি গবেষণাধর্মী কাজের জন্য শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে প্রকল্পের কাজে অস্থায়ী ভাবে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম “অ্যানালিসিস অফ ব্রিজ উইথ হলো কোর স্টিফেন্ড এফআরপি ডেক আন্ডার ডায়নামিক লোডিং কনসিডারিং ফ্লুইড স্ট্রাকচার অ্যান্ড সয়েল স্ট্রাকচার ইন্টার্যাকশন’’। এর জন্য অর্থ সহায়তা করবে মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা।
প্রকল্পে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সাড়ে তিন মাস।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে পাঁচ বছর। নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে মাসে ২৪,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। যাঁদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২০ মার্চ বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।