রাজ্যের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা থেকে পিএইচডি -র সুযোগ। বিভিন্ন সংস্থায় চাকরিরতদের জন্য সংশ্লিষ্ট কোর্সের আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই পিএইচডি প্রোগ্রামে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। বিভিন্ন সংস্থায় কর্মরত, নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিজ়নেস ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় গবেষণার ইচ্ছে থাকলে, পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। স্পেশালাইজ়েশন করতে পারবেন অর্থনীতি, ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, অপারেশন ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট, স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট এবং বিজ়নেস এথিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর মতো বিষয়ে।
আরও পড়ুন:
পিএইচডি প্রোগ্রামটি চলবে পাঁচ বছর। কোর্স ফি ২৫ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট কোর্সে আবেদনের জন্য স্নাতক (তিন বছরের)-এ ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। যাঁদের চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস রয়েছে, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। তবে
সমস্ত ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আট বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
পিএইচডি-তে ভর্তির জন্য আবেদনকারীদের মূল্যায়ন করা হবে রিসার্চ অ্যাপ্টিটিউড টেস্ট (র্যাট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এর পর অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস।
এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আগামী ২ অগস্ট আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।