Advertisement
E-Paper

প্রকাশিত ক্যাট-এর ফলাফল, দেশের বিভিন্ন আইআইএম-এ ভর্তির জন্য প্রয়োজন কত নম্বর?

চলতি বছরে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২ লক্ষ ৯৫ হাজার জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৫৮ হাজার জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর ফলাফল। ম্যানেজমেন্টের স্নাতকোত্তরের এই প্রবেশিকায় লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন ১০০ পার্সেন্টাইল নিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছেন। এ বার ক্যাট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই দেশের বিভিন্ন আইআইএম-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

চলতি বছরের ক্যাট-এর আয়োজন করেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়। দেশের বিভিন্ন আইআইএম ছাড়াও ৯৩টি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ধাপে পড়ুয়া বাছাই করা হবে। স্নাতকোত্তরের কোর্সে ভর্তির জন্য এ ছাড়াও পড়ুয়াদের দশম শ্রেণি থেকে স্নাতকে প্রাপ্ত নম্বর, ক্যাট-এর বিভিন্ন ‘সেকশন’-এ প্রাপ্ত নম্বর, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরকেও বিবেচনা করা হবে। তবে এর মধ্যে ক্যাট-এ প্রাপ্ত মোট পার্সেন্টাইল আর ‘সেকশন’ ভিত্তিক পার্সেন্টাইল স্কোরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

এনআইআরএফ র‍্যাঙ্কিং তালিকায় থাকা প্রথম সারির আইআইএমগুলি-তে এ বার কাট অফ স্থির করা হয়েছে ৮৫-৯৫ পার্সেন্টাইল। আইআইএম আমদাবাদে ভর্তির কাট অফ পার্সেন্টাইল ৯৫, আইআইএম বেঙ্গালুরুতে ৮৫, আইআইএম কোজ়িকোড়ে ৮৫, আইআইএম লখনউয়ে ৯০, আইআইএম মুম্বইয়ে ৮৫-এর বেশি, আইআইএম কলকাতায় ৮৫-এর বেশি, আইআইএম ইনদওরে ৯০, আইআইএম রায়পুরে ৯০, আইআইএম তিরুচিরাপল্লিতে ৯৫, আইআইএম রাঁচিতে ৯৫ এবং আইআইএম রোহতাকে ৯৭। এর পর বাকি মধ্যমানের আইআইএমগুলিতেও কাট অফ ৮৫-৯০-এর মধ্যে।

আইআইএমগুলিতে দু’ভাবে ভর্তির বাছাই পর্ব সম্পন্ন হয়। চলতি বছরে আইআইএম রায়পুর, কাশিপুর, রাঁচি এবং তিরুচিরাপল্লিতে কমন অ্যাডমিশন প্রসেস (ক্যাপ)-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে না। পড়ুয়া ভর্তি নেওয়া হবে জয়েন্ট অ্যাডমিশন প্রসেস (জ্যাপ)-এর মাধ্যমে। আইআইএম উদয়পুর ক্যাপ বা জ্যাপ-এর বদলে নিজেরাই ভর্তির জন্য বাকি প্রক্রিয়ার আয়োজন করবে।

চলতি বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২ লক্ষ ৯৫ হাজার জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৫৮ হাজার জন। এর মধ্যে ৯৭ হাজার জন মহিলা, ১ লক্ষ ৬১ হাজার জন পুরুষ এবং ৯ জন রূপান্তরকামী। শীর্ষ স্থানে থাকা ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জনই বিজ্ঞান, কলা, বাণিজ্য বা অন্য শাখার। মাত্র তিন জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন। এর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ২৬ জন। প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯। শীর্ষ স্থানে থাকা কৃতিদের মধ্যে তিন জন দিল্লি, দু’জন হরিয়ানা এবং গুজরাত এবং বাকিরা উত্তরপ্রদেশ, কর্নাটক, মাহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং ওড়িশার।

IIM CAT 2025 CAT 2025 IIM Calcutta CAT result 2025 IIM CAT Result 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy