চলতি বছরের ম্যানেজমেন্ট প্রবেশিকা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর ফলঘোষণা হল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়ের তরফে প্রকাশ করা হল ফলাফল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার জন। এর মধ্যে মাত্র ১২ জন ১০০ পার্সেন্টাইল পেয়েছেন।
চলতি বছরে এমবিএ-র প্রবেশিকা ক্যাট-এর আয়োজন করে আইআইএম, কোজ়িকোড়। গত ৩০ নভেম্বর দেশের ১৭০টি শহরের ৩৩৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। শীর্ষ স্থানে থাকা ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জনই বিজ্ঞান, কলা, বাণিজ্য বা অন্য শাখার। মাত্র তিন জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন। এর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ২৬ জন। প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯ । শীর্ষ স্থানে থাকা কৃতিদের মধ্যে তিন জন দিল্লি, দু’জন হরিয়ানা এবং গুজরাট এবং বাকিরা উত্তরপ্রদেশ, কর্নাটক, মাহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং ওড়িশার।
কী ভাবে স্কোরকার্ড দেখবেন?
১। পরীক্ষার্থীদের প্রথমে iimcat.ac.in -এ যেতে হবে।
২। এর পর ‘হোমপেজ’ থেকে ‘ক্যাট রেজাল্ট ২০২৫’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করার পর সেখান থেকে অন্য একটি পেজে গিয়ে লগ ইন আইডি দিয়ে সাবমিট করতে হবে।
৪। এর পর ফলাফল দেখে সেটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখা যাবে।