রসায়নে উচ্চশিক্ষা থাকলে, গবেষণাগারে চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্স-এর গবেষণাগারের জন্য এই নিয়োগ। সেখানে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে দু’জন ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে এক বছর কাজের সুযোগ মিলবে। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী, এই মেয়াদ আর এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে এবং গবেষণার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
-
প্রযুক্তির সাহায্যে সহজেই হচ্ছে আর্থিক লেনদেন! কোন কোর্স থেকে শেখা যায় খুঁটিনাটি? খরচ কত?
-
বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার লক্ষ্যে পড়াশোনায় আগ্রহী! এমস ও অন্য প্রতিষ্ঠানের জন্য কাউন্সেলিং কবে?
-
গবেষক খুঁজছে কল্যাণীর এনআইবিএমজি, প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে খোঁজ গবেষকের, কোন যোগ্যতায় আবেদন করা যাবে?
ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে আবেদনের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর। প্রয়োজন রসায়নে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং পিএইচডি। যাঁদের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা বা শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৬ জানুয়ারি আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
-
ফার্মাসিতে স্নাতকোত্তর প্রবেশিকা জিপ্যাট-এর দিনক্ষণ ঘোষণা, আবেদন করা যাবে কবে থেকে?
-
সিএস কোর্স পড়তে চান! সিএসইইটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চালু আইসিএসআই-এর
-
কার্ডিয়াক ফাইব্রোসিস নিয়ে গবেষণা যাদবপুরে, যোগ দিতে পারবেন স্নাতকোত্তর পড়ুয়ারা
-
ইউজিসি নেট দিতে কোন কেন্দ্রে যাবেন! জানিয়ে দিল এনটিএ, কী ভাবে ডাউনলোড করবেন?