গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছে চলতি বছরের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর পূর্ণাঙ্গ সূচি। পরীক্ষা শুরু চলতি মাসেই। তার আগেই পরীক্ষার্থীরা কোন শহরের কোন পরীক্ষাকেন্দ্রে ইউজিসি নেট দিতে যাবেন, সে তথ্য প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
আগামী ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলতি বছরের ইউজিসি নেট-এর আয়োজন করা হবে। দেশজুড়ে পরীক্ষা আয়োজন করবে এনটিএ। পরীক্ষার্থীরা যাতে আগে থেকেই পরীক্ষার দিন নির্ধারিত কেন্দ্রে কী ভাবে পৌঁছবেন, তা ঠিক করে নিতে পারেন, সে জন্যই প্রকাশ করা হয়েছে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। সেখানে উল্লেখ থাকবে পরীক্ষার্থীর নাম, অ্যাপ্লিকেশন নম্বর, কোন বিষয়ে পরীক্ষা দেবেন-সে তথ্য এবং পরীক্ষাকেন্দ্রের নাম ও পরীক্ষার সময়।
এনটিএ-র তরফে পরীক্ষার ১০ দিন আগে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ শুধুমাত্র পরীক্ষার্থীদের সুবিধার্থেই প্রকাশ করা হয়।
আরও পড়ুন:
-
সিএস কোর্স পড়তে চান! সিএসইইটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চালু আইসিএসআই-এর
-
কার্ডিয়াক ফাইব্রোসিস নিয়ে গবেষণা যাদবপুরে, যোগ দিতে পারবেন স্নাতকোত্তর পড়ুয়ারা
-
জিলেট-এর মাধ্যমে ফের ভর্তির আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘোষিত কাউন্সেলিংয়ের দিনক্ষণ
-
দামোদর ভ্যালি কর্পোরেশন-এ ১৬ জন কর্মী প্রয়োজন, রাজ্যের বিভিন্ন খনি অঞ্চল হবে কর্মস্থল
কী ভাবে ডাউনলোড করবেন?
১। পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট https://ugcnet.nta.ac.in-এ যেতে হবে।
২। সেখানে ‘ ইউজিসি নেট ডিসেম্বর ২০২৫ সিটি ইন্টিমেশন স্লিপ’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং নিজেদের জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে দেখা যাবে ‘স্লিপ’টি।
৪। এর পর সেটি ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট নিয়ে রাখতে হবে।
চলতি বছরের পরীক্ষা নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথম অর্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে। প্রথম অর্ধে নেওয়া হবে প্রথম পত্রের পরীক্ষা। মোট নম্বর থাকবে ৫০। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় পত্রের বিষয়ভিত্তিক পরীক্ষায় থাকবে ১০০ নম্বর।
উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।
আরও পড়ুন:
-
প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কার করে! চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা এনএমসি-র
-
১০৭ জন কর্মী চাই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ, কোন কোন পদে আবেদন করা যাবে?
-
যাদবপুরের আইআইসিবি-তে বিজ্ঞানের নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ, যোগদানের শর্ত কী?
-
এনটিপিসি লিমিটেড-এর কলকাতা শাখায় কর্মী প্রয়োজন, আবেদন জানাতে থাকা চাই কোন যোগ্যতা?