হৃদযন্ত্রের কার্ডিয়াক ফাইব্রোসিস রোগ নিয়ে গবেষণানির্ভর কাজ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই প্রকল্পে কাজ শেখার সুযোগ পাবেন স্নাতকোত্তর পড়ুয়ারা। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে কথা ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে প্রকল্পটির কাজ হবে। গবেষণা প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং দি ইমিউন কন্ট্রোল অফ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি অর অ্যান্টি ফাইব্রোটিক সুইচ ইন কার্ডিয়াক ফাইব্রোসিস’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর সায়েন্টিফিক সোশ্যাল রেস্পন্সিবিলিটি (এসএসআর)-এর অর্থপুষ্ট।
এ জন্য একজন শিক্ষানবিশ প্রয়োজন। তাঁর কাজের মেয়াদ থাকবে দু’মাস। তাঁকে আগামী বছর জানুয়ারি থেকেই কাজে যোগ দিতে হবে। প্রতি মাসে তাঁকে বৃত্তি বাবদ ৫০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
-
সিএস কোর্স পড়তে চান! সিএসইইটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চালু আইসিএসআই-এর
-
জিলেট-এর মাধ্যমে ফের ভর্তির আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘোষিত কাউন্সেলিংয়ের দিনক্ষণ
-
দামোদর ভ্যালি কর্পোরেশন-এ ১৬ জন কর্মী প্রয়োজন, রাজ্যের বিভিন্ন খনি অঞ্চল হবে কর্মস্থল
-
প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কার করে! চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা এনএমসি-র
আবেদনকারীদের লাইফ সায়েন্সে স্নাতকোত্তর উত্তীর্ণ বা স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত হতে হবে। স্নাতকোত্তরে যাঁদের ইমিউনোলজি-তে স্পেশ্যালাইজ়েশন আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি, কভার লেটার-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে পারেন। আগামী ২৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টার্ন বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
-
১০৭ জন কর্মী চাই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ, কোন কোন পদে আবেদন করা যাবে?
-
যাদবপুরের আইআইসিবি-তে বিজ্ঞানের নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ, যোগদানের শর্ত কী?
-
এনটিপিসি লিমিটেড-এর কলকাতা শাখায় কর্মী প্রয়োজন, আবেদন জানাতে থাকা চাই কোন যোগ্যতা?
-
চলছে মেডিক্যালের স্নাতকোত্তরের কাউন্সেলিং, কল্যাণীর এমস-এ কোন বিভাগে কত আসন রয়েছে?