বায়োলজিক্যাল এবং কেমিক্যাল সিস্টেমের ক্ষেত্রে গাণিতিক মডেলের ব্যবহার নিয়ে গবেষণামূলক কাজ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট।
প্রকল্পে একজন রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পে তাঁকে ছ’মাস কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়তে পারে। তাঁর সাম্মানিক হবে মাসে ৫৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের গণিত বা পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট বা গেট।
আগামী ৩০ ডিসেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০ টাকা। আবেদনের বাকি শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।