মেডিক্যালের নানা বিষয়ে উচ্চশিক্ষার জন্য নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে আয়োজন করা হয় প্রবেশিকা পরীক্ষার। ২০২৬ সালের জন্য এমস আইএনআই এসএস (এমস ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স সুপার স্পেশ্যালিটি)-এর আয়োজন করা হয় গত নভেম্বরে। পরীক্ষার ফলঘোষণার পর এ বার কাউন্সেলিং সূচি প্রকাশ করা হল তাদের তরফে।
২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য গত ২২ নভেম্বর এমস আইএনআই এসএস-এর আয়োজন করা হয়। ফলঘোষণা হয় ১ ডিসেম্বর। সোমবার রাতে এমস দিল্লির তরফে ঘোষণা করা হয়েছে কলেজে ভর্তির কাউন্সেলিং সূচি। জানানো হয়েছে, মোট দু’টি রাউন্ডে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য পড়ুয়াদের এমস আইএনআই এসএস-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
প্রথম রাউন্ডে পড়ুয়ারা তাঁদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানের তরফে তাঁদের জন্য আসন বরাদ্দ করা হবে ২৯ ডিসেম্বর। নির্ধারিত আসনে পড়ুয়ারা ভর্তি হতে চাইলে তা ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে জানাতে পারবেন। এই সময়সীমার মধ্যেই তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।
একই ভাবে, দ্বিতীয় রাউন্ডের জন্য কত আসন রয়েছে, তা-ও জানানো হবে আগামী ২০ জানুয়ারি। পড়ুয়ারা তাঁদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন ২১ থেকে ২৮ জানুয়ারির মধ্যে। এর মধ্যেই তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।
উল্লেখ্য, প্রতি বছরই এমস দিল্লি-র তরফে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য এই প্রবেশিকার আয়োজন করা হয়। উত্তীর্ণেরা নানা বিষয়ে ডিএম, এমসিএইচ, এমডি করার সুযোগ পান। ভর্তির সুযোগ পান এমস, জিপমার, পিজিআইএমইআর, নিমহ্যান্স-এর মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে।
আরও পড়ুন:
-
ইউজিসি নেট দিতে কোন কেন্দ্রে যাবেন! জানিয়ে দিল এনটিএ, কী ভাবে ডাউনলোড করবেন?
-
ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে! চলছে জিলেট-এর মাধ্যমে ভর্তির কাউন্সেলিং
-
ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং বিষয়ে গবেষণার কাজ আইআইটি খড়্গপুরে, প্রয়োজন গবেষকের
-
হলদিয়া-সহ অন্য শহরে ৩৯৪ জন কর্মী খুঁজছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আবেদনের শেষ দিন কবে?