Advertisement
E-Paper

বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার লক্ষ্যে পড়াশোনায় আগ্রহী! এমস ও অন্য প্রতিষ্ঠানের জন্য কাউন্সেলিং কবে?

২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য গত ২২ নভেম্বর এমস আইএনআই এসএস-এর আয়োজন করা হয়। যার ফলঘোষণা হয় ১ ডিসেম্বর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৮
AIIMS Delhi

এমস দিল্লি। ছবি: সংগৃহীত।

মেডিক্যালের নানা বিষয়ে উচ্চশিক্ষার জন্য নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে আয়োজন করা হয় প্রবেশিকা পরীক্ষার। ২০২৬ সালের জন্য এমস আইএনআই এসএস (এমস ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স সুপার স্পেশ্যালিটি)-এর আয়োজন করা হয় গত নভেম্বরে। পরীক্ষার ফলঘোষণার পর এ বার কাউন্সেলিং সূচি প্রকাশ করা হল তাদের তরফে।

২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য গত ২২ নভেম্বর এমস আইএনআই এসএস-এর আয়োজন করা হয়। ফলঘোষণা হয় ১ ডিসেম্বর। সোমবার রাতে এমস দিল্লির তরফে ঘোষণা করা হয়েছে কলেজে ভর্তির কাউন্সেলিং সূচি। জানানো হয়েছে, মোট দু’টি রাউন্ডে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য পড়ুয়াদের এমস আইএনআই এসএস-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রথম রাউন্ডে পড়ুয়ারা তাঁদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানের তরফে তাঁদের জন্য আসন বরাদ্দ করা হবে ২৯ ডিসেম্বর। নির্ধারিত আসনে পড়ুয়ারা ভর্তি হতে চাইলে তা ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে জানাতে পারবেন। এই সময়সীমার মধ্যেই তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।

একই ভাবে, দ্বিতীয় রাউন্ডের জন্য কত আসন রয়েছে, তা-ও জানানো হবে আগামী ২০ জানুয়ারি। পড়ুয়ারা তাঁদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন ২১ থেকে ২৮ জানুয়ারির মধ্যে। এর মধ্যেই তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, প্রতি বছরই এমস দিল্লি-র তরফে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য এই প্রবেশিকার আয়োজন করা হয়। উত্তীর্ণেরা নানা বিষয়ে ডিএম, এমসিএইচ, এমডি করার সুযোগ পান। ভর্তির সুযোগ পান এমস, জিপমার, পিজিআইএমইআর, নিমহ্যান্স-এর মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে।

AIIMS Delhi AIIMS INI SS 2026 AIIMS INI SS January 2026 AIIMS INI SS Counselling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy