ডিজ়েল, পেট্রোল চালিত গাড়ির পরিবর্তে এখন বাজারে এসেছে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি)। কিন্তু এই গাড়িগুলিকে চার্জ করার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হয়। এ বার সে বিষয়েই গবেষণামূলক কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে। প্রকল্পে কাজের জন্য গবেষক নিয়োগ করা হবে। এমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ডেভেলপমেন্ট অফ হাই পাওয়ার গ্রিড ফ্রেন্ডলি কন্ডাক্টিভ অ্যান্ড স্ট্যাটিক ওয়্যারলেস চার্জার্স ফর ইলেকট্রিক ভেহিকেলস’। এই প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পের জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) প্রয়োজন। তাঁকে দু’বছর প্রকল্পে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে সাম্মানিক দেওয়া হবে মাসে ৩৭,০০০ টাকা।
আরও পড়ুন:
-
সিএস কোর্স পড়তে চান! সিএসইইটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চালু আইসিএসআই-এর
-
কার্ডিয়াক ফাইব্রোসিস নিয়ে গবেষণা যাদবপুরে, যোগ দিতে পারবেন স্নাতকোত্তর পড়ুয়ারা
-
ইউজিসি নেট দিতে কোন কেন্দ্রে যাবেন! জানিয়ে দিল এনটিএ, কী ভাবে ডাউনলোড করবেন?
-
ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে! চলছে জিলেট-এর মাধ্যমে ভর্তির কাউন্সেলিং
সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের বিটেক বা এমটেক যোগ্যতার পাশাপাশি বৈধ গেট স্কোর থাকতে হবে। বাকি শর্ত মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
-
জিলেট-এর মাধ্যমে ফের ভর্তির আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘোষিত কাউন্সেলিংয়ের দিনক্ষণ
-
দামোদর ভ্যালি কর্পোরেশন-এ ১৬ জন কর্মী প্রয়োজন, রাজ্যের বিভিন্ন খনি অঞ্চল হবে কর্মস্থল
-
প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কার করে! চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা এনএমসি-র
-
১০৭ জন কর্মী চাই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ, কোন কোন পদে আবেদন করা যাবে?