ফার্মাসিতে স্নাতকোত্তরের জন্য জাতীয় স্তরে প্রবেশিকার আয়োজন করা হয় গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এর। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। বোর্ডের তরফে আগামী বছরের পরীক্ষা এবং রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঘোষণা করা হয় মঙ্গলবার।
এনবিইএমএস জানিয়েছে, আগামী বছর ৭ মার্চ আয়োজন করা হবে জিপ্যাট-এর। ওই দিন সিবিটি মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ১২৫টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। এর পর ফলঘোষণা করা হবে ৭ এপ্রিল।
আরও পড়ুন:
পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর বিকেল ৫টা থেকে। natboard.edu.in ওয়েবসাইটে গিয়ে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানো যাবে।
যাঁরা ফার্মাসিতে স্নাতক উত্তীর্ণ বা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন জিপ্যাট-এর জন্য। আবেদনকারীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা স্থির করা হয়নি।
উল্লেখ্য, জিপ্যাট উত্তীর্ণেরা দেশের ৮০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এমফার্ম করার সুযোগ পাবেন। স্নাতকোত্তরে ভর্তির জন্য মোট ৩৯,০০০ আসন রয়েছে।