পড়ুয়াদের স্বার্থে মেডিক্যালের স্নাতকোত্তর (নিট পিজি)-এ ভর্তির কাউন্সেলিংয়ের পরিবর্তিত সূচি প্রকাশ করা হল। অল ইন্ডিয়া কোটা (এআইকিউ) এবং স্টেট কোটা— উভয়ের মাধ্যমেই ভর্তির সূচিতে বদল আনল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)।
এনএমসি-র পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড (পিজিএমইবি)-এর তরফে জানানো হয়েছে, স্টেট কোটার মাধ্যমে কাউন্সেলিংয়ের ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাতে অনেক পড়ুয়াই তাঁদের জন্য বরাদ্দ আসন ছেড়ে আবার পরবর্তী রাউন্ডের কাউন্সেলিং যোগ দিতে চেয়েছেন। কিন্তু একই সঙ্গে এআইকিউ এবং স্টেট কোটার কাউন্সেলিং প্রক্রিয়া চলায় একটি জটিলতার সৃষ্টি হতে পারে। তাই পড়ুয়াদের জন্য বরাদ্দ আসন ছেড়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি, প্রকাশ করা হয়েছে পরিবর্তিত সূচি।
আরও পড়ুন:
-
প্রকাশিত ক্যাট-এর ফলাফল, কোন রাজ্য থেকে, কত জন ১০০ পার্সেন্টাইল পেয়েছেন?
-
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এ ৪০০ জন শিক্ষানবিশের খোঁজ, কর্মস্থল কলকাতা, শিলিগুড়ি-সহ অন্যত্র
-
প্রযুক্তির সাহায্যে সহজেই হচ্ছে আর্থিক লেনদেন! কোন কোর্স থেকে শেখা যায় খুঁটিনাটি? খরচ কত?
-
বইয়ের সঙ্গে যোগ কমছে ছোটদের! অক্ষরের টান ফেরাতে স্কুলের কোণে গল্পের আসর বসান মঞ্জীর
এনএমসি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরে নিট পিজি উত্তীর্ণেরা আগামী ২৬ তারিখের মধ্যে যদি তাঁদের জন্য বরাদ্দ আসন ছেড়ে দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাঁরা নির্দিষ্ট আসন ছেড়ে দিয়ে পরবর্তী রাউন্ডের জন্য আসন ‘আপগ্রেড’ করারও সুযোগ পাবেন। এ জন্য তাঁদের নির্ধারিত কলেজে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।
প্রকাশিত নয়া সূচি অনুযায়ী, এআইকিউ-এর কাউন্সেলিংয়ের আবেদন করতে পারবেন ২৫ ডিসেম্বর পর্যন্ত। স্টেট কাউন্সেলিংয়ের জন্য আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
তৃতীয় রাউন্ডের এআইকিউ কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। কাউন্সেলিংয়ে যোগদানের শেষ দিন ১১ জানুয়ারির মধ্যে। স্টেট কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে আগামী ২ থেকে ১১ জানুয়ারির মধ্যে। ভর্তির জন্য যোগদান করা যাবে ১৭ জানুয়ারির মধ্যে।
স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের এআইকিউ কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। পাশাপাশি স্টেট কাউন্সেলিংয়ের প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। দু’টি কাউন্সেলিংয়েই যোগদানের শেষ দিন ৩১ জানুয়ারি।
আরও পড়ুন:
-
বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার লক্ষ্যে পড়াশোনায় আগ্রহী! এমস ও অন্য প্রতিষ্ঠানের জন্য কাউন্সেলিং কবে?
-
গবেষক খুঁজছে কল্যাণীর এনআইবিএমজি, প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে খোঁজ গবেষকের, কোন যোগ্যতায় আবেদন করা যাবে?
-
ফার্মাসিতে স্নাতকোত্তর প্রবেশিকা জিপ্যাট-এর দিনক্ষণ ঘোষণা, আবেদন করা যাবে কবে থেকে?