বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) এগ্জ়িকিউটিভ পিএইচডি পড়ার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডিসিশনস সায়েন্সেস, অন্ত্রপ্রনরশিপ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট বিষয়গুলির উপর এগ্জ়িকিউটিভ পিএইচডি-তে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি পাঁচ বছরের। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চার্টাড অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২০২৬-র ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, বিশাখাপত্তনমের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।