দেশের আরও একটি আইআইটি-র সঙ্গে যৌথ ভাবে গবেষণার কাজ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদের জন্য গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এর জন্য অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে ‘সিশা: সিকিওরড ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার অ্যান্ড হার্ডওয়্যার সিকিওরিটি অ্যান্ড অটোমোটিভ মডিউল’ প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে আইআইটি, মুম্বই।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-রিসার্চ নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৩৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/গণিতে বিটেক/বিই/এমএ/এমএসসি/এমসিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন অন্যান্য বিষয়ে দক্ষতাও।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। মহিলাদের এ ক্ষেত্রে ছাড় থাকবে। আগামী ২৮ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।