সরকারি ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা। দেশের বিভিন্ন রাজ্যে হবে নিযুক্তদের কর্মস্থল। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগ্রহীদের থেকে।
ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। শূন্যপদের সংখ্যা ২,৫০০। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রয়েছে ৫০টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে বা থাকতে হবে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা এবং স্থানীয় ভাষায় পারদর্শিতাও। যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ২৪ জুলাই আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।