ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ শুরু হয়েছে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য অনলাইনেই চলবে সমগ্র আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছর জুলাই পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ মিলবে, সেগুলি হল— মনোবিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, বায়োকেমিস্ট্রি, রসায়ন, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিত, সংস্কৃত, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ম্যানেজমেন্ট, পরিবেশ বিজ্ঞান, ফাইন আর্টস, সোশ্যাল ওয়ার্ক, ম্যানেজমেন্ট, বৃত্তিমূলক শিক্ষা, দূরশিক্ষা, মানবীবিদ্যা, ফরাসি ভাষা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন-সহ অন্য বিষয়। এর মধ্যে দূরশিক্ষা এবং মনোবিদ্যা বিষয়েই রয়েছে সর্বাধিক শূন্য আসন যথাক্রমে ২৬ এবং ২০।
আরও পড়ুন:
পড়ুয়ারা আংশিক অথবা পূর্ণ সময়ের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি করার সুযোগ পাবেন। যা তাঁরা ন্যূনতম তিন বছর এবং সর্বাধিক ছ’বছরের মধ্যে শেষ করতে পারবেন।
সংশ্লিষ্ট বিষয়গুলিতে আবেদনকারীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে এমফিলে ৫৫ শতাংশ রয়েছে, তাঁরাও পিএইচডি -র জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদন মূল্য ১০০০ টাকা। আগামী ২৫ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদনের শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।