যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে একটি বিশেষ কোর্স। স্বল্পমেয়াদি এই কোর্সের জন্য নেই কোনও বয়সসীমা। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংশ্লিষ্ট কোর্সে বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন জানানো যাবে অনলাইন বা অফলাইনে। আগামী ৭ জুলাই থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের তরফে ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (শিল্পক্ষেত্রে সুরক্ষা এবং পরিবেশ ব্যবস্থাপনা) বিষয়ের উপর কোর্স করানো হবে। এটি অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স। কোর্সের মেয়াদ এক বছর, যা তিনটি সেমেস্টারে বিভক্ত। আসনসংখ্যা ৪০। যার মধ্যে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।
কোর্সে আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা, রসায়ন বা গণিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিআর্ক/ বিফার্ম ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগে কোর্সের ক্লাস করানো হবে। প্রতিদিন সন্ধে ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত চলবে ক্লাস। মোট কোর্স ফি ৫০,০০০ টাকা। ক্লাস শুরু ১ সেপ্টেম্বর থেকে।
সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের যোগ্যতার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে ভর্তি নেওয়া হবে। এর জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এ ছাড়া, আবেদপত্র-সহ অন্য নথি বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে বা সশরীরে গিয়েও জমা দেওয়া যেতে পারে। আবেদনমূল্যের পরিমাণ ৫০ টাকা। আগামী ৩০ জুলাই আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।