রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)-এ একাধিক কর্মী নিয়োগ করা হবে। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন কর্মীরা। আগ্রহীদের এর জন্য অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। শনিবার থেকেই শুরু সেই প্রক্রিয়া।
সংস্থায় জার্নিম্যান পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৬। সংস্থার কম্পিউটা অপারেশন্স, ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডলিং-সহ নানা বিভাগে কাজের সুযোগ মিলবে। নিয়োগের পর কর্মীদের প্রশিক্ষণ চলবে দু’বছর ধরে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হচ্ছে ২৬ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের প্রথম এবং দ্বিতীয় বছরে পারিশ্রমিক হবে মাসে ২৪,০০০ টাকা এবং ২৬,০০০ টাকা।
আরও পড়ুন:
সংস্থার বিভিন্ন বিভাগে নিয়োগের ভিত্তিতে জার্নিম্যান পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য নির্ধারণ করা হয়নি। আগামী ৪ অগস্ট অনলাইনে আবেদনের শেষ দিন। এর পর অফলাইনে আবেদন জমা দিতে হবে ১১ অগস্টের মধ্যে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।