Advertisement
E-Paper

অনলাইনে চার মাসের কোর্স করাবে আইআইএফটি, কোন বিষয়ে?

আগ্রহীরা এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৭:১৪
IIFT Kolkata

আইআইএফটি। সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক বাণিজ্য আইন নিয়ে জানতে আগ্রহী? এ বার এই বিষয়ে নতুন কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি), কলকাতা। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনেই এই কোর্স করতে পারবেন। তাঁদের থেকে আবেদনও গ্রহণ করা হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাণিজ্য আইনের এই কোর্সটি চলবে চার মাস ধরে। এটি একটি সার্টিফিকেট কোর্স। আগামী এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হবে। চলবে জুলাই মাস পর্যন্ত। সকলের সুবিধার্থে কোর্সের ক্লাস হবে প্রতি শনি এবং রবিবার। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা ১৫ পর্যন্ত এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট — এই দু’টি সেশনে ক্লাসের আয়োজন করা হবে। ক্লাসের জন্য মোট বরাদ্দ সময় ১৫০ ঘণ্টা। কোর্স ফি-র পরিমাণ ৭৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে আন্তর্জাতিক বাণিজ্য আইন, ইন্টেলেকচুয়াল প্রপার্ট ল, বিদেশি বিনিয়োগ এবং রাজস্ব আইন, ইমার্জিং ইস্যুজ় অন ইভলভিং ট্রেড, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়া'জ়ট্রেড, ইন্টারন্যাশনাল কন্ট্র্যাক্টস অ্যান্ড ডিসপিউট রেজ়োলিউশন এবং ডব্লিউটিও এগ্রিমেন্টস অ্যান্ড ট্রেড ল।

কোর্সটি মূলত বিভিন্ন সংস্থার ম্যানেজার, ব্যবসায়িক উদ্যোগী এবং পেশাদারদের জন্য। তবে যে কোনও ব্যক্তিই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

আগ্রহীরা এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Indian Institute of Foreign Trade Online Course short term courses 2025 Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy