কেন্দ্র সরকারের যোগাযোগ মন্ত্রক অধীনস্থ সংস্থা আইটিআই লিমিটেডে কাজের সুযোগ। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা কলকাতা সহ অন্যান্য শহরে কাজের সুযোগ পাবেন। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় অ্যাডভাইজ়ার এবং কনসালট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৯। সংস্থার বিজ়নেস ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, ডেটা সেন্টার, সিভিল, ল্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স ক্ষেত্রে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী, এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, চেন্নাই-সহ অন্য শহরে।
আরও পড়ুন:
অ্যাডভাইজ়ার এবং কনসালট্যান্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।
অ্যাডভাইজ়ার এবং কনসালট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,২৫,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকা। এ ছাড়া মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
উভয় পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।