রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। শুক্রবার এই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা। এর জন্য আগ্রহীদের থেকে শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ করা হবে পার্ট টাইম চিফ মেডিক্যাল অ্যাডভাইসর এবং পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর পদে। মোট শূন্যপদ তিনটি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনকারীদের বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই ‘রিটেনারশিপ’-এর ভিত্তিতে উভয় পদে নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হবে।
আরও পড়ুন:
পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর পদে আবেদনকারীদের এমবিবিএস ডিগ্রির পাশাপাশি ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। একই ভাবে অন্য পদে আবেদন জানানোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে উভয় পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।