অহমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের দুবাই শাখায় ভর্তির জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
এক বছরের এমবিএ কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। ৩১ অগস্ট ২০২৬-এর নিরিখে পড়ুয়াদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে অহমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২২ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, অহমদাবাদের ওয়েবসাইটটি দেখুন।