শস্য থেকে বৈদ্যুতিন সামগ্রী— বিপণনের আগে প্রয়োজন হয় একটি মোড়কের। ইংরেজিতে যাকে প্যাকেজিং বলা হয়, এটিই বেশি পরিচিত শব্দ। কখনও কাগজ, কখনও প্লাস্টিকে তৈরি হয় মোড়ক। তবে এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয় কার্ডবোর্ড। তবে, কোন পদার্থ কী দিয়ে মোড়ানো হবে, সে সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
কিছু কিছু শস্য, কীটনাশক, সারের মতো সামগ্রী বাজারজাত করার আগে বিশেষ উপাদান দিয়ে তৈরি করা প্যাকেটে মোড়ানো আবশ্যক। তা না হলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। একই রকম ভাবে কাচ, সেরামিক, বৈদ্যুতিন সামগ্রীর মতো জিনিসগুলিকেও বিশেষ মোড়কে মুড়িয়ে বিক্রি করতেই হয়। রকমারি মোড়ক কেন তৈরি করা হয়, কী ভাবে তৈরি করতে হয়— তা নিয়েই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা।
আরও পড়ুন:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এর তরফে ‘প্যাকেজিং’ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ দেওয়া হচ্ছে। ওই কোর্সটি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিমার সায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকরা করার সুযোগ পাবেন।
ভর্তি হতে আগ্রহীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ের ক্লাস মুম্বই, অহমেদাবাদ এবং কলকাতার ক্যাম্পাসে আয়োজিত হতে চলেছে। লিখিত পরীক্ষার মাধ্যমে ওই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং কমন এন্ট্রানস্ টেস্ট (আইআইপিসিইটি) শীর্ষক ওই প্রবেশিকা ২৭ জুন, ২০২৬-এর হতে চলেছে। এর পর উত্তীর্ণদের একটি ইন্টারভিউও দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের শেষ দিন ২০ জুন। ক্লাস শুরু হতে চলেছে ১ অগস্ট থেকে। এককালীন খরচ হিসাবে ৬০,০০০ টাকা এবং ভর্তির জন্য ২,০০০ টাকা ধার্য করা হয়েছে।