কোথাও রোবট ফুটবল খেলে, কোথাও আবার খাবার পরিবেশন করে। যন্ত্রের সাহায্যে মানুষ দৈনন্দিন কাজ করিয়ে নেওয়ার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে। এমন সুযোগ পাওয়া যেতে পারে স্নাতকের পরই। রোবোটিক্স-এর খুঁটিনাটি শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি।
প্রতিষ্ঠানের তরফে স্নাতকদের রোবোটিক্স-এর কৌশল কোন কোন ক্ষেত্রে কেমন ভাবে প্রয়োগ করা যেতে পারে, তা শেখানো হবে। কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম-এর অধীনে ওই বিষয়টির ক্লাস আইআইটি দিল্লির অধ্যাপকেরা করাবেন। এ ছাড়াও দিল্লি এমস এবং রোবোটিক্স নিয়ে কাজ করে, এমন বহুজাতিক সংস্থার আধিকারিকদের থেকেও ওই প্রযুক্তি সম্পর্কে শেখার সুযোগ থাকছে।
কী কী বিষয় শেখার সুযোগ?
রোবোটিক্স অপারেটিং সিস্টেম, রোবোটিক্স-এ কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং-এর প্রয়োগ, ক্যাড (কম্পিউটার এডেড ডিজ়াইন) নিয়ে পড়ানো হবে। এ ছাড়াও রোবট তৈরিতে থ্রিডি প্রিন্টিং, সেন্সর, অ্যাকুয়েটরস-এর মতো যন্ত্র কী ভাবে ব্যবহার করা হয়— সেই কৌশলও শেখাবেন বিশেষজ্ঞেরা।
কারা পড়তে পারবেন?
যে কোনও বিষয়ে স্নাতকেরা রোবোটিক্স নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা বর্তমানে কোনও সংস্থায় কর্মরত, তাঁরাও ভর্তি হতে পারবেন।
কী ভাবে ক্লাস করার সুযোগ?
অনলাইনে আগ্রহীরা ক্লাস করতে পারবেন। তবে, পরীক্ষা এবং অ্যাসেসমেন্ট-এর জন্য আইআইটি দিল্লির ক্যাম্পাসে আসতে হবে। রোবোটিক্স নিয়ে পাঠগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর শংসাপত্রও পাবেন।
আবেদন কী ভাবে?
২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। ক্লাস শুরু হবে ১৪ মার্চ থেকে।
কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ?
রোবোটিক্স নিয়ে পড়াশোনার পর ইন্টার্নশিপ বা প্রজেক্টে রোবোটিক্স ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার, রিসার্চ সায়েন্টিস্ট, রোবোটিক্স সফট্অয়্যার ডেভেলপার হিসাবে কাজ করতে পারবেন। কিছু কিছু সংস্থায় ‘এন্ট্রি লেভেল’ পদে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবেও সুযোগ পাওয়া যেতে পারে।