বিজ্ঞান বিভাগের একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ধরওয়াদ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কর্নাটকের আইআইটি ধরওয়াদে ন’টি বিভাগে পিএইচডি-তে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল মেটারিয়ালস অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছাড়াও গণিত ও পদার্থবিদ্যায় পিএইচডি করার সুযোগ রয়েছে। প্রতিটি বিভাগে আবেদনের জন্য স্নাতকোত্তর যোগ্যতা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি জানা যাবে বিজ্ঞপ্তি থেকে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আইআইটি ধরওয়াদের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানা যায় ওই বিজ্ঞপ্তি থেকেই।