হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে বাম আমলের আইনকে মান্যতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কমিটির বৈঠকের পর শুক্রবার বিকেলেই খুলে গেল ভর্তির পোর্টাল।
গত ১৮ জুন, বুধবার থেকে যাদবপুরে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ১৭ জুন রাজ্য সরকারের ওবিসি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। যা বহাল থাকার কথা আগামী ৩১ জুলাই পর্যন্ত।
এর পরই ভর্তির পোর্টাল খুলবে কি না তা নিয়ে ফের প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাদবপুর। এর পর আইনি পরামর্শ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জটিলতা আরও বৃদ্ধি পায় বৃহস্পতিবার অভিন্ন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে নতুন করে সমস্যার সৃষ্টি হয়। ভর্তির ক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক মামলাকারী। তার পর আবার দ্বিতীয় দফায় আইনি পরামর্শ নেন যাদবপুরের কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে ফের কলা এবং বিজ্ঞান বিভাগে অ্যাডমিশন কমিটির বৈঠক হয়। সেখান থেকেই বেরোয় সমাধান সূত্র। বিশ্ববিদ্যালয় সুত্রের খবর, ২০১০-এর পুরোনো ওবিসি আইন মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। যেখানে ৭ শতাংশ সংরক্ষণ এবং ৬৬টি সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হবে। থাকবে না নতুন ওবিসি-এ এবং ওবিসি-বি-এর বিষয়টি। এর পর শুক্রবার বিকেলই খুলে গেল পোর্টাল।
এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "গত এক বছর ধরে রাজ্য সরকার যে আইনি জটিলতার সৃষ্টি করেছে আদালতের আইনকে না মেনে তার ফলস্বরূপ এতো সমস্যা তৈরি হয়েছে। এ বার বিশ্ববিদ্যালয় আইন মেনেই ভর্তি শুরু করতে চায় পড়ুয়াদের স্বার্থে।"