খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ‘আপস্কিলিং কোর্সেস ফ্রম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এআই’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। এটি কেন্দ্রীয় সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-র অর্থপুষ্ট।
প্রকল্পের রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ হবে এক বছর। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৫৫,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে এমটেক থাকতে হবে। যাঁদের পিএইচডি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।