কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পের কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ। সেই প্রকল্পের জন্যই কর্মী প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট নেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশন (এনএসএম) সংক্রান্ত গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)।
প্রকল্পে সফটঅয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু'টি। প্রকল্পে কাজের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক মিলবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, ভয়ভীতি কাটিয়ে কোন উপায়ে ভাল ফল সম্ভব?
-
উচ্চ মাধ্যমিকে মনোবিদ্যা পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ? ভাল ফলের চাবিকাঠিই বা কী?
-
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমে কোন বিভাগে নিয়োগ হবে?
-
প্রেসিডন্সি বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারি প্রকল্পে গবেষক নিয়োগ, গবেষণার বিষয় কী?
-
আইএসআই কলকাতায় ডিপ লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স নিয়ে গবেষণার সুযোগ, শূন্যপদ ক’টি?
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ স্ট্যাটিস্টিক্স/ বায়োইনফরমেটিক্স/ বায়োফিজ়িক্স/ বায়োইঞ্জিনিয়ারিং-এ এমএসসি/ এমসিএ/ এমটেক থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ২৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে সকাল ১১টায় প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।