দুর্গাপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে স্নাতকোত্তর স্তরে একটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সে সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞানের একটি বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য পড়ুয়াদের অনলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে।
প্রতিষ্ঠানে জীবনবিজ্ঞান বিষয়ে এমএসসি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। কোর্সটি কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ (ডিবিটি)-এর আর্থিক সহায়তায় চালিত। পড়ুয়াদের জন্য এই কোর্সে স্পেশালাইজ়েশনের সুযোগও রয়েছে। স্পেশালাইজ়েশনের বিষয়— মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি অথবা অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি। কোর্সটিতে সব মিলিয়ে ১০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান/ পদার্থবিদ্যা/ রসায়নে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য নম্বরের কিছুটা ছাড় থাকবে। পাশাপাশি তাঁদের চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট-বায়োটেকনোলজি (গ্যাট-বি)-তেও উত্তীর্ণ হতে হবে। গ্যাট-বি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা র্যাঙ্কের ভিত্তিতে এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আবেদন কী ভাবে?
প্রথমে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় জমা দিতে হবে। ২ জুলাই সকাল ১০টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ জুলাই থেকে ক্লাস শুরু হতে পারে। এই সংক্রান্ত বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।