ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে মণিপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। এ ছাড়াও, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান নিয়ে যে সমস্ত পড়ুয়া স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও পিএইচডি করার সুযোগ আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে প্রার্থীকে ন্যাশনাল এলজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আইআইটি মণিপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।