স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কর্মরত শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে ফের রাজপথে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁরা ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন।
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অভিযোগ, ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দিয়ে দেওয়ায়, যাঁরা নতুন চাকরিপ্রার্থী তাঁদের আর সুযোগ থাকছে না। অভিজ্ঞ শিক্ষকদের এই ১০ নম্বর দেওয়া অবিলম্বে বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। এবং নতুন করে তথ্য যাচাইয়ের তালিকা প্রকাশ করার কথাও বল1655205
আরও পড়ুন:
সম্প্রতি, একাদশ-দ্বাদশ ও নবম-দশমের এসএসসির যে লিখিত পরীক্ষা হয়েছে তাতে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৬০ নম্বরের মধ্যে ৬০ পেয়েও বঞ্চিত হয়েছেন নতুন চাকরিপ্রার্থীরা। আবার নবম-দশমের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে কাট অফ মার্কস ৭০ এ ৭০ পাওয়ায়, লিখিত পরীক্ষায় ৫৮ বা ৫৯ নম্বর পেয়েও অতিরিক্ত ১০ নম্বর 'যোগ্য' চাকরিহারাদের দেওয়ার জন্য নতুনরা সুযোগ করে নিতে পারেননি।
ভাল নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক থেকে বঞ্চিত নতুন চাকরিপ্রার্থী তহিজুল রহমান বলেন, "আমাদের মূল দাবি ১০ নম্বর বাতিল করতে হবে। পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে এক লক্ষ শূন্য পদ তৈরি করতে হবে। না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। এর সঙ্গে লিখিত পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করতে হবে এসএসসি কে।"
যদিও কমিশনের দাবি, একাদশ-দ্বাদশ বা নবম-দশম— উভয় ক্ষেত্রেই ইন্টারভিউয়ে যাঁরা ডাক পেয়েছেন তাঁদের ৫০ শতাংশই নতুন চাকরিপ্রার্থী। এসএসসি-র হিসাব বলছে, নবম-দশম শ্রেণির জন্য ইন্টারভিউয়ে ডাকা হবে প্রায় ৪০ হাজার প্রার্থীকে। এঁদের মধ্যে রয়েছেন প্রায় ২৬ হাজার নতুন চাকরিপ্রার্থী। আবার একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য যেখানে ২০ হাজারের কিছু বেশি প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য, সেখানে নতুন প্রার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার।