নদিয়ার কল্যাণীতে গবেষণাধর্মী কাজের সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ গবেষক নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ডায়াবেটিক ফুট আলসারে দ্রুত ক্ষত নিরাময় নিয়ে গবেষণার কাজ হবে প্রতিষ্ঠানে। তাতে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে সাত মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পরে তাঁর কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৭,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞানের কোনও বিষয়ে/ ভেটেরিনারি সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি থেকে এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে।