সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছেন। কিন্তু পেশাগত জীবন শুরুর আগে ইচ্ছে রয়েছে এমবিএ করার? তা হলে খোঁজ নিতে পারেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। কারণ, স্নাতক উত্তীর্ণদের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য এমবিএ-তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২ বছরের চারটি সেমেস্টারের কোর্স এটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি ডুয়েল স্পেশালাইজ়েশন সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) ভিত্তিক প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধীনে আয়োজন করা হয়েছে কোর্সটির। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, যদি কোনও পড়ুয়া স্নাতক উত্তীর্ণ হওয়ার শেষ বর্ষে থাকেন তাঁরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের মূল্য হিসাবে ১২০০ টাকা জমা দিতে হবে। ২০ অগস্ট আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।