প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। ১৩,৪২১টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৯ নভেম্বর বিকেল ৩টে থেকে ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করবে পর্ষদ।
এর আগেই স্কুল সার্ভিস কমিশন-এর মাধ্যমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে ৩৫ হাজার ৭২৬টি শূন্য পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। তার আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪ হাজার এরও বেশি আসনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, তা-ও প্রায় শেষের মুখে। সব মিলিয়ে চলতি বছরে প্রায় ৫০ হাজারেরও বেশি শূন্য শিক্ষকপদে নিয়োগ হতে চলেছে।
আরও পড়ুন:
প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া বুধবার থেকে হচ্ছে তা মঙ্গলবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন। এ দিন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল চালু করবে। যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকারি, সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত জুনিয়র বেসিক স্কুলগুলিতে সহকারি শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন।'
এই আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউ এবং ক্লাসরুম পঠন-পাঠনের দক্ষতার যাচাই করে নিয়োগ করা হবে। ২০১৪ ও ২০১৭ সালে যে সমস্ত টেট প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের নিয়ে শেষ নিয়োগ প্রক্রিয়া হয়েছিল ২০২২ সালে। বুধবার থেকে যে আবেদন শুরু হচ্ছে সেখানে ২০১৪, ২০১৭ সালের সঙ্গে ২০২২ ও ২০২৩ সালের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এই ইন্টারভিউ এবং ক্লাসরুম পঠন-পাঠনের উপর থাকছে ৫০ নম্বর। যে বিধি প্রকাশ করা হয়েছিল ২০১৬ নিয়ম মেনে, তাতে উল্লেখ করা আছে তার মধ্যে মাধ্যমিক-৫ নম্বর, উচ্চ মাধ্যমিক-১০ নম্বর, এনসিটিই ট্রেনিং-১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)- ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি- ৫নম্বর, সাক্ষাৎকার-৫নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টে-৫ নম্বর রয়েছে।