একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলা এবং বিজ্ঞান বিভাগের বেশ কিছু বিষয়ে এমএ বা এমএসসি করতে পারবেন পড়ুয়ারা। শুরু হয়ে গিয়েছে চলতি বছরের জন্য ভর্তি প্রক্রিয়া। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে যে বিষয়গুলিতে স্নাতকোত্তর করা যাবে, সেগুলি হল— অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, গণিত, বাংলা, ইতিহাস, দর্শন এবং ইতিহাস। বিভিন্ন বিষয়ে রয়েছে ১০, ১২ অথবা ১৪টি আসন। সর্বাধিক আসনসংখ্যা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগে।
আরও পড়ুন:
শুধুমাত্র চলতি বছর অথবা গত বছরে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা (শুধুমাত্র পুরুষ) বিভিন্ন বিভাগে স্নাতকোত্তরে জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃত বিভাগে আবেদনের জন্য পড়ুয়াদের সংস্কৃততে স্নাতক স্তরে (অনার্স বা মেজর)-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি বিষয়গুলির ক্ষেত্রেও রয়েছে পৃথক যোগ্যতার মাপকাঠি।
প্রতিষ্ঠানের তরফে কিছু বিষয়ের জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে। আবার কিছু বিষয়ের ক্ষেত্রে ভর্তির জন্য পড়ুয়াদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১২ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ১৪ অগস্ট হবে প্রবেশিকা পরীক্ষা। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৮ অগস্ট। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।