প্রাণীবিদ্যা নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন? হাতেকলমে গবেষণার কাজ শেখার সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বরের তরফে ‘উইন্টার ইন্টার্নশিপ’-এর মাধ্যমে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা।
প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর তরফে ইন্টার্নশিপটি করানো হবে। স্নাতক স্তরের পড়ুয়া ছাড়াও স্নাতকোত্তর স্তরে এবং ইন্টিগ্রেটেড এমএসসি ডিগ্রি কোর্সে পাঠরতরাও ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তবে, এর জন্য পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের নো-অবজেক্শন সার্টিফিকেট (এনওসি) নেওয়া আবশ্যক।
পাশাপাশি, স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর কোন অধ্যাপকের অধীনে কী বিষয় নিয়ে গবেষণার কাজ শিখতে চান, তাও লিখে পাঠানো দরকার। এর জন্য ওই অধ্যাপকের থেকে অনুমোদনপত্রও আদায় করে নিতে হবে।
আরও পড়ুন:
দু’টি পর্বে ইন্টার্নশিপ করানো হবে। স্বল্প সময়ের জন্য যাঁরা প্রশিক্ষণ নিতে চান, তাঁদের ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাজ শেখানো হবে। দীর্ঘ সময়ের প্রশিক্ষণের জন্য ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কাজ শেখার সুযোগ থাকছে।
তবে, দীর্ঘ প্রশিক্ষণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়াদের প্রজেক্ট ফি হিসাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। সরকারি বা সরকারপোষিত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের কোনও ফি জমা দিতে হবে না।
আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদন জমা দিতে হবে। এর জন্য নাইসার, ভুবনেশ্বরের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে পাঠানো প্রয়োজন। ফর্মের সঙ্গে এনওসি, অনুমোদনপত্র, গবেষণার বিষয়বস্তুর খসড়ার মতো নথি না থাকলে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ দিন ১৪ নভেম্বর।