বাংলা মাধ্যমে ডিজিটাল ক্লাসের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। শীঘ্রই রাজ্যের আরও দু’হাজার স্কুলে চালু হবে স্মার্ট ক্লাস। স্কুল শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যে রাজ্যের সব জেলা পরিদর্শকদের চিঠি পাঠানো হয়েছে।
স্কুলগুলির বর্তমান পরিকাঠামো কী রয়েছে, আদৌ স্কুল স্মার্ট ক্লাস পরিচালনার জন্য উপযুক্ত কি না, সেই সমস্ত বিষয় উল্লেখ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, নতুন স্কুলের তালিকা পাঠানোর কথাও বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের কাছে চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই এই রিপোর্ট পাঠাতে হবে। রিপোর্ট আসার পরে অর্থ দফতরের কাছে অনুমোদন চাইবে স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ২০১৬ থেকে প্রায় তিন হাজার সরকারি ও সরকার পোষিত স্কুলে ধাপে ধাপে ডিজিটাল ক্লাস শুরু হয়েছে। যার মধ্যে নবম, দশম এবং উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে ২০০০ স্কুল। প্রাথমিক স্তরে ৬৫০ স্কুল। ৪১টি সরকারি স্কুল রয়েছে তালিকায়। দফতরের আধিকারিকদের একাংশ মনে করছে, প্রযুক্তির সাহায্যে পঠনপাঠন হলে পড়ুয়াদের আগ্রহ বাড়বে।