স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ প্যানেল বাতিল প্রসঙ্গে এ বার বৃহত্তর চক্রান্তের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তিনি দাবি করেন, মামলাকারীদের মধ্যে অনেকেই রয়েছেন ‘দাগি’ চাকরি না পাওয়া প্রার্থীদের তালিকায়। আর এ থেকেই নাকি প্রমাণ হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নেপথ্যে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র।
আদালতের নির্দেশে বুধবার রাতে দাগি অথচ চাকরি না পাওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেখানে ২৫০ জন শিক্ষক পদপ্রার্থীর নাম রয়েছে। শিক্ষাকর্মী পদপ্রার্থী ‘দাগি’, যাঁরা চাকরি পাননি, তাঁদের সংখ্যা ১৮৫৩। এঁদের মধ্যে রয়েছেন সংক্রান্ত মামলার মূল আবেদনকারী লক্ষ্মী টুঙ্গাও।
আরও পড়ুন:
শুক্রবার এক অনুষ্ঠানে ব্রাত্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “বঞ্চিত বলে যাঁর নামে মামলা হল, বিশেষ আইনজীবীরা যাঁর হয়ে লড়লেন, তাঁর নামই রয়েছে ‘দাগি’দের তালিকায়। বোঝাই যাচ্ছে পুরোটাই পরিকল্পিত। যার খানিকটা উন্মোচিত হল। আমার মনে হয়, এ শুধু হিমশৈলের চূড়া মাত্র।”
তাঁর দাবি, নিয়োগ বানচাল করার চেষ্টাও হচ্ছে। তবে তিনি সাফ জানান, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে সরকার। তাঁর দাবি, "ভোট প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কাজ থমকে থাকবে না।"