Advertisement
E-Paper

মানবাধিকার বা সমাজকল্যাণ কী? স্বল্পমেয়াদি কোর্সের উদ্যোগ সেন্ট জেভিয়ার্স কলেজের

কোর্সের ক্লাস শুরু আগামী অগস্ট মাসে। সপ্তাহে প্রতি সোম, বুধ এবং শুক্রবার ক্লাস নেওয়া হবে। যা শুরু বিকেল ৪টে থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:১৯
St. Xavier\\\\\\\'s College, Kolkata

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসছে ইজ়রায়েল-প্যালেস্টাইন বিবাদ। নজরে আসছে শিশু, মহিলা থেকে সাধারণ নিরাপরাধ মানুষের মৃত্যুর ঘটনা। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলের বার বার হামলা ডেকে আনছে খাদ্যাভাব। দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জ সতর্ক করলেও নির্দেশ মানা হচ্ছে না। কিন্তু এই মানবিধকার নিয়েই সচেতন নন বহু মানুষ। ফলে কখন যে তা লঙ্ঘিত হচ্ছে অথবা কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে কী ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রয়োজন, তা নিয়ে অনেকেই অবগত নন।

এ বার এই বিষয়ক নানা খুঁটিনাটি জানাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। পড়াবে একটি সার্টিফিকেট কোর্স। কলেজের ‘হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক কোর্সটি পড়ানো হবে ক্যাম্পাসেই। আয়োজক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কোর্সে পড়ানো হবে, মানবাধিকারের বিভিন্ন মাপক, তা বাস্তবায়নের নানা পদ্ধতি, সমাজকল্যাণের নানা ভাবনা এবং তা রূপায়ণের নানা উপায়-সহ বিভিন্ন বিষয়।

কোর্সের জন্য শুধু ক্লাসরুমেই পড়ুয়াদের পাঠদান করা হবে না। হাতেকলমে কাজ শেখার জন্য তাঁদের ফিল্ড ওয়ার্কও করতে হবে। রয়েছে ইন্টার্নশিপের ব্যবস্থা। কোর্সের জন্য বরাদ্দ সময় ১০০ ঘণ্টা। আসনসংখ্যা ৩০। কোর্স ফি ১০,০০০ টাকা। যা দু’লপ্তে দেওয়া যাবে।

ক্লাস শুরু আগামী অগস্ট মাসে। সপ্তাহে প্রতি সোম, বুধ এবং শুক্রবার ক্লাস নেওয়া হবে। যা শুরু বিকেল ৪টে থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক পাঠরত বা উত্তীর্ণ হতে হবে। কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের।

আগ্রহীদের এর জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। রেজিস্ট্রশন ফি ২০০ টাকা। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

St. Xavier's College Certificate Course short term courses 2025 Course on Human Rights 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy