ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয় হোক বা মাস কমিউনিকেশন, বিভিন্ন বিষয়ে যোগ্যতাসম্পন্নদের চাকরির সুযোগ দেবে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে জানানো হয়েছে, সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ হবে। কিছু পদে স্থায়ী এবং বাকি পদগুলিতে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থার এইচআর, অ্যাডমিন, সিকিওরিটি, নার্সিং, স্টোর্স, হাল অ্যান্ড হাল আউটফিট, মেকানিক্যাল, সিভিল-সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে কর্মীদের। নিয়োগ হবে সুপারভাইজ়ার, ডিজ়াইন অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিন টেকনিশিয়ানের মতো নানা পদে। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৫৬টি।
বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হচ্ছে ২৮/ ৩২/ ৩৬/ ৩৮ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনক্রমও হবে আলাদা। পদ অনুযায়ী বেতনক্রম হবে মাসে ২৩,৮০০-৮৩,৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৯,৩০০-১,০২,৬০০ টাকা।
আরও পড়ুন:
পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত।
সমস্ত পদে লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৪৭২ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১২ জুন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।